করোনার মহামারিতে ক্ষতিগ্রস্ত চকরিয়ায় রাতের আঁধারে কর্মহীন মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিক।
জানা গেছে, রাতের আঁধারে জরুরি খাদ্য সামগ্রীর ঝুড়ি নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি নিজেই।
আরিফুর রহমান চৌধুরী মানিক বলেন, সরকারের পাশাপাশি করোনার লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাড়াঁনো আমাদেরও দায়িত্ব। এই মহাদূর্যোগ থেকে পরিত্রাণ পেতে সকলের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে। কোন মানুষ যেন অনাহারে না থাকে সে ব্যবস্থা করতে হবে। তিনি বিত্তবানদেরকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।