নিজস্ব প্রতিনিধি ঃ বাড়িওয়ালাদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা বাজেটের আওতায় এনে বিশেষ সুবিধা দিয়ে ৩ মাসের বাড়ি ভাড়া মওকুফে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহি শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের নেতৃবৃন্দরা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম রিদওয়ানুল ও সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার ও অর্থ সম্পাদক খোরশেদ আলম প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রার্দূভাব টেকাতে সরকার ঘোষিত লকডাউন মেনে চলে ঘরে থাকার কারণে খেটে খাওয়া অসহায় গরীব দুঃখি মানুষ ও আর্থিক দূর্বল শিক্ষার্থীরা আজ অসহায় হয়ে পড়েছে। সরকারী ত্রাণ সুবিধা ও বিত্তবানদের সহযোগিতা পেয়ে মানুষ প্রাণে বাঁচলেও অনেকে আছেন মাসের উপার্জিত অর্থ দিয়ে ঘর ভাড়া পরিশোধ করে থাকেন। নিম্ন আয়ের মানুষ ঘর বন্ধি থাকায় ভাড়া পরিশোধ নিয়ে সীমাহীন দূর্ভোগে পড়েছেন। গরীব অসহায় মানুষ খেয়ে না খেয়ে অত্যন্ত কষ্টে মানবেতর জীবনযাপন করছে। তার উপর আবার বাসা ভাড়ার চাপে ভাড়াটিয়ারা দিশেহারা হয়ে পড়েছে। কোন কোন বাড়িওয়ালা বাসা ভাড়া দ্রুত পরিশোধ করতে ভাড়াটিয়াদের তাগিদ দিচ্ছে। কোন কোন বাড়িওয়ালারা ভাড়া পরিশোধ না করায় ভাড়াটিয়াদের নির্যাতন করারও অভিযোগ গণমাধ্যমে এসেছে। আবার অনেক ভাড়িওয়ালারা আপাতত বাড়ি ভাড়া পরিশোধের তেমন তাগিদ না দিলেও দেশের পরিস্থিতি ভাল হওয়ার সাথে সাথে পাওনা বাড়ি-ভাড়া আদায়ে কঠোর ভূমিকায় অবর্ত্তীর্ণ হতে পারে। এমতাবস্থায় বিবৃতিদাতারা মানবিক বিষয়টি মাথায় রেখে বাড়িওয়ালাদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা বাজেটের আওতায় এনে বিকল্পভাবে বিশেষ সুবিধা দিয়ে আপাতত ৩ মাসের ভাড়ি ভাড়া মওকুফে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানান।