এ.কেএম রিদওয়ানুল করিম ঃ
বিগত ১৯ দিন ধরে পৌর এলাকার ১০ হাজার পরিবারে ত্রাণ বিতরণের পর এবার ২০ তম দিনে অসহায় ইমাম মোয়াজ্জিনের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর জিয়াবুল হক।
জানা গেছে ২০তম দিনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ চকরিয়া পৌরসভার ৫টি ওয়ার্ডের যথাক্রমে ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী স্বশরীরে নিরবে পৌঁছে দিলেন মানবতার কান্ডারী কাউন্সিলর জিয়াবুল হক। অবশিষ্ট মসজিদেও আগামীকাল যথাসময়ে পৌঁছে দেয়ার অংঙ্গীকার ব্যক্ত করেছেন এ মানবতার কান্ডারী ২০ তম দিনে বিভিন্ন ভবঘুরে মানুষদের ডেকে নিয়ে ৪৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।
কাউন্সিলর জিয়াবুল বলেন, সবাইকে ইবাদত বন্দেগীর মাধ্যমে সরকারের ঘোষিত হোমকোয়ারেন্টাইন মেনে চলাসহ সমাজের ভিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান করছি। আলেম সমাজকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব বটে। যেহেতু তাঁহারা সামন্য বেতনে সমাজের তথা ইসলামের দ্বীনি শিক্ষা দিয়ে আলোর পথ দেখান। তাঁহারা চক্ষুলজ্জার কারণে পারে না কারো কাছে হাত পাততে। অনেকে নিরবে অসহায়ত্বে দিনাতিপাত করছেন। তাই নৈতিকতাবোধে আলেম সমাজের পাশে দাঁড়াতে পেরে সৌভাগ্যবান মনে করছি।