চকরিয়া অফিস:
চকরিয়া পৌর এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে পরিবারের এক নারী সদস্য জোহরের নামাজ পড়ার জন্য অযু করার সময় ধরে প্রতিপক্ষের বাড়িতে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। ১৫ এপ্রিল দুপুর দেড়টার দিকে পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর গ্রামে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানাগেছে, হালকাকারা মৌলভীরচর এলাকায় জয়নাল আবদীন গংয়ের সাথে কাসেম আলী গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বাড়ি সংস্কারকে কেন্দ্র করে কাসেম আলীর পুত্র মুর্শেদ মামুন, মনছুর আলম ও খোরশেদ আলম, মৃত আবুল কাসেমের পুত্র নুরুল আবছার ও মনছুর আলমের স্ত্রী রুমা আক্তারের নেতৃত্বে ১৫ এপ্রিল দুপুর অনুমানিক দেড়টার দিকে জয়নাল আবদীনের মেয়ে লিমা আক্তার (২২) করে জোহরের নামাজ পড়তে অজু করা অবস্থায় উল্লেখিতদের বাড়িতে ধরে নিয়ে গিয়ে হত্যার চেষ্টায় বেধম মারধরের এক পর্যায়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের অপরাপর সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথার গুরুতর হওয়ায় প্রায় ৮ টি সেলাই দেয়া হয়েছে। এনিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগি পরিবার প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।