চকরিয়া অফিস
চকরিয়ায় এক বৃদ্ধাকে পথরোধ করে কুপিয়ে জখমের পর ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিএমচর বানিয়ারচর গ্রামে ঘটেছে এ ঘটনা। আহত ও ছিনতাইয়ের শিকার বৃদ্ধার নাম বজল আহমদ (৬০)। তিনি বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসুসিকদারপাড়া গ্রামের মৃত আকাম উদ্দিনের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মিজান উদ্দিনসহ স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যারা খবর পেয়ে এগিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চোখে,হাতে, পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।
আহতের ছেলে সাহাব উদ্দিন অভিযোগে জানান, তার পিতা ৫০ হাজার টাকা নিয়ে বহদ্দারকাটা পরিষদ সংলগ্ন মেয়ের বাসায় গিয়ে ধার নেয়া টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন। কিন্তু খবর পেয়ে পূর্বে থেকে ওৎপেতে থাকা স্থানীয় ছিনতাইকারী নেছারুল হক চুট্টু, রবিউল্লাহ, মামুন,তাজুল, সেলিম, মহিউদ্দিন, নাজেম উদ্দিন, হামিদ ও সাগরসহ আরো দু’য়েকজন নিয়ে অতর্কিতভাবে দা ছুরি নিয়ে হামলা চালায়। হামলার এক পর্যায়ে মেয়ের কাছে নিয়ে যাওয়া কোমড়ে থাকা ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। পূর্বে থেকে অভিযুক্ত কয়েকজনের সাথে জমি জমা নিয়ে বিরোধও ছিল। এনিয়ে তারা মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।