
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে দ্বীপের প্রান্তিক জনগোষ্ঠি। দ্বীপের এসব কর্মহীন পরিবারে কুতুবদিয়া উপজেলা প্রশাসন সাধ্যমত ত্রাণ পৌঁছে দিচ্ছেন প্রতিদিন। গঠন করা হয়েছে ইউএনও’র ত্রাণ তহবিল।
এই তহবিল গঠনে প্রতিদিন এগিয়ে আসছে বিত্তবান ব্যক্তি, সংস্থা ও বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী (মুকুল) এর পক্ষে ইউএনও’র ত্রাণ তহবিলে ২৫৪ প্যাকেট ত্রাণ হস্তান্তর করেছে সংগঠনের নেতৃবৃন্দরা। প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, ৫ শত গ্রাম পেয়াজ, ১ কেজি আলু রয়েছে।
এসব ত্রাণ গ্রহণ করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিয়াউল হক মীর ও এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী।