পৌরসভার অসহায় মানুষের মাঝে ত্রাণ পৌছে দিচ্ছেন মেয়র অালমগীর চৌধুরী
এ.কে.এম রিদওয়ানুল করিমঃ
অসহায়ের কান্না দেখে কাঁদে যে প্রাণ দুঃখে, এমন মানুষ হাজারটা নয় একটা থাকুক লক্ষে।
তিনি চকরিয়া পৌর মেয়র অালমগীর চৌধুরী, যার মন কাঁদে অসহায়ের জন্য, অনাহারী, কর্মহীন, ঘরবন্ধি মানুষের খোঁজে পৌরসভার ৯টি ওয়ার্ডে ছুটে চলছেন। ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিয়ে তিনি অসহায়ের মিত্রের পরিচয় দিয়েছেন। ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ পৌছানোর পর অাবার নিজে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন ওই মেয়র। কেউ ত্রাণ না পেলে সাথে সাথে ব্যবস্থা করে দিচ্ছেন।
এ পর্যন্ত সরকারী বেসরকারীভাবে পৌর সভার ১০ হাজার মানুষকে ত্রান দিয়েছেন। পর্যায়ক্রমে অারো ৫ হাজার মানুষকে ত্রাণ দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র অালমগীর চৌধুরী।
সারা দেশে যখন করোনা দূর্যোগে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে পৌরবাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা মোতাবেক দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
শনিবার সকাল থেকে সোমবার রাত ১০ টা পর্যন্ত পৌরসভার ২, ৩, ও, ৮ নং ওয়ার্ডে ২ হাজার ৫ শত অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেয়র সরকারী গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ত্রাণ পৌছে দেয়া এটা যেন স্বভাবে পরিনত হয়েছে। মানুষের কাছে না গেলে যেন ওই মেয়রের ঘুম হয় না। অসহায় মানুষকে খাবার দিতে পারলে নিজেই অাত্মতৃপ্তি পান তিনি।
দিনের বেলায় যতক্ষণ অফিস থাকেন, ওই সময় কখনও করোনা সচেতনতামূলক মিটিং, কখনো হাসপাতালের চিকিৎসা বিষয়ে মিটিং, কখনও অফিসে আগত অসহায় মানুষকে ত্রাণ বিতরণ, কখনও স্বেচ্ছাসেবকদের নিয়ে মিটিং, আবার কখনও কখনও রাস্তায় টহলে ব্যস্ত থাকেন ওই মেয়র।
মেয়র বিগত কয়েকদিনে পৌরসভায় ৩ হাজার পরিবারের মাঝে তিনি নিজেই ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে অসহায় পরিবারে মাঝে হাসি ফুটিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তায় জণগণের মাঝে বিতরণ অব্যাহত রাখছে। যাতে মানুষ ক্ষুধায় কষ্ট না পায়।
পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম বলেন, পৌর মেয়র প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। অামরা সেগুলো বিতরণ করেছি অসহায়ের পরিবারের মাঝে। অামার নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। এসব পরিবার ত্রাণ সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অামি ও পৌর মেয়র সাহেবের জন্য দোয়া করছেন অসহায় মানুষ।