আজ, শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া পৌরসভার তরছপাড়া অবৈধ ভাবে জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের তরছপাড়া গ্রামে স্থানীয় ভূমি দস্যু কর্তৃক অবৈধ ভাবে জমি জবর দখল করে ঘর নির্মানের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগে জানা যায়, পৌরসভার লক্ষ্যারচর মৌজার বিএস খতিয়ান ১০৫৬ বিএস দাগ নং ৫২৯ অনুমোদিত রেকর্ড ও ক্রয়কৃত ভাবে ৩.৫ শতক জমির মালিকানা হন মরহুম ইছহাক আহমদ। উক্ত জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আদালত থেকে ১৪৪ ধারা জারি ডিগ্রি নিয়ে আসেন মরহুম ইছহাক আহমদ গং। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার মৃত মৌলানা মোস্তাক আহমদের পুত্র বিএনপি নেতা মৌলানা রফিক আহমদ গং স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসী জড়ো করে মরহুম ইছহাক আহমদের প্রাপ্ত জায়গা জবর দখল করার প্রস্তুতি নিয়ে নির্মান সামগ্রী জড়ো করেন। এসময় স্থানীয় প্রশাসন এগিয়ে আসলে মৌলানা রফিক আহমদ গং পালিয়ে যায়।
উল্লেখ্য, মৌলানা রফিক আহমদ গত কিছুদিন আগে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী কর্তৃক উদ্বোধনকৃত হযরত আবু হুরায়রা রহঃ হাফেজখানা ভাংচুর করে হাফেজ খানার জায়গা জবর দখলের চেষ্টা চালায়।
এলাকাবাসী অভিযোগ করেন, মৌলানা রফিক আহমদের ইন্ধনে স্থানীয় মসজিদের ইমামকে তাড়িয়ে দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা৷ একই সাথে এলকায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।