টেকনাফের জামাই র্যাব সদস্যের শরীরে করোনা শনাক্ত, ১৫টি দোকান ও বাড়ি লকডাউন
কক্স টিভি ঃ
টেকনাফ শ্বশুর বাড়ী থেকে ফিরে যাওয়া ঢাকা উত্তরা এলাকার আক্কাস নামে এক র্যাব সদস্যের শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া গেছে। ফলে তার গত কয়েকদিন আগে তার সংস্পর্শে আসা টেকনাফের ১৫টি বাড়ি ও দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ৭টি দোকান ও ৮টি বাড়ি রয়েছে।
এদিকে ঢাকায় করোনা শনাক্ত র্যাব সদস্যর শ্বাশুড় বাড়ি টেকনাফে। কিছুদিন আগে সে এখান থেকে ফিরে ঢাকা করোনা শনাক্ত হন।
সেই সূত্র ধরে করোনা সন্দেহে ৩ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় বাড়ি ও দোকান গুলো লকডাউন করা হয়।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন,ঢাকায় করোনা শনাক্ত র্যাব সদস্যর শ্বশুর বাড়ি টেকনাফ পৌরসভা পুরাত পল্লানপাড়ায়।