এ.কে. এম রিদওয়ানুল করিমঃ
কক্সবাজার চকরিয়ায় করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন উপজেলা পরিষদের (প্যানেল-১) চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী
সোমবার (৩০ মার্চ) চকরিয়া পৌরশহর এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন দরিদ্র পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী বলেন, সরকারি ভাবে ঘোষণা দিয়েছেন মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার কারনে উপজেলা ও পৌরশহরে দারিদ্র্য অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।
তিনি আরো জানান, হাসপাতাল,ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার ছাড়া চকরিয়ায় সকল কিছু বন্ধ রয়েছে।
মহামারি এই দূর্যোগে অসহায় মানুষের জন্য নিজের সাধ্যমত দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করতেছি।