জনসমাগম টেকাতে কোন করুনা করছেন না লিংক রোডের স্বেচ্ছাসেবক অাব্দুল হক
এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ
কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত লিংক রোডে মহামারী করোনার ব্যাপকতা রোধ করতে জনসমাগম টেকাতে মরিয়া হয়ে দিন রাত ঘাম ঝরা পরিশ্রম করছেন এক যুবক। কয়েকজন মানুষের সমাগম হলেই সাথে সাথে লাটি হাতে নিয়ে তাড়িয়ে দিচ্ছেন তিনি। সেই সাথে যানবাহনগুলোকেও দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য করছেন। কখনো কখনো লাঠি দিয়ে পিটুনি দিচ্ছেন। পিটুনি খেয়ে গাড়ি চালকেরা দ্রুত চলে যেতে বাধ্য হচ্ছেন। এতে করে জনলোকারন্ন লিংক রোড এলাকাটিতে কোন প্রকার জনসমাগম জানজট হচ্ছে না। এক কথায় জনসমাগম ও যানজট টেকাতে কোন করুনা করছেন না লিংক রোডের স্বেচ্ছাসেবী ট্রাফিক অাব্দুল হক।
খোঁজ নিয়ে জানা যায় অাব্দুল হক একজন স্বেচ্ছাসেবক হিসেবে লিংক রোডে যানজট নিরসনের কাজ করে অাসছেন বিগত ১৬ বছর ধরে। এ কাজটি করতে তিনি কারো কাছ থেকে নেয় না কোন টাকা পয়সা কিংবা সম্মানী। শুধু মাত্র মানুষের দূর্ভোগ লাগবের জন্য এমন কাজটি করছেন প্রতিদিন। লিংক রোড এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া অাব্দুল হক এমন কাজটির জন্য সবার পরিচিত প্রিয় একজন ব্যক্তিতে পরিনত হয়েছে। তার রয়েছে এলাকার মানুষের পরম ভালবাসা ও শ্রদ্ধা সামাজিক ব্যক্তিত্ব। তিনি শুধু একজন সামাজিক ব্যক্তিত্ব নয় তার রয়েছে নানা প্রতিভা। তিনি পাশাপাশি সংগীত চর্চাও লালন করেন। তিনি অাধুনিক, অাঞ্চলিক ও লালনগীতির একজন খ্যাতিমান শিল্পীও বটে। শুধু তাই নয় তার রয়েছে কক্স ভিউ ড্যান্স এন্ড প্যাকেজ মিডিয়া নামের একটি সংগীত চর্চার প্রতিষ্ঠান। তিনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। এ প্রতিষ্ঠান সংগীত লালনে এতদ অঞ্চলের জন্য ব্যাপক ভূমিকা রাখছে। এসব বিষয়ে জানতে চাইলে অাব্দুল হক এ প্রতিবেদককে বলেন অামি কোন কাজকে ছোট মনে করি না। অামি ছোট কাল থেকে মানুষের কষ্ট সহ্য করতে পারি না তাই মানুষের কষ্ট লাগবের জন্য স্বেচ্ছা শ্রম দিয়ে যানজট মুক্ত করি। বর্তমানে মহামারী করোনার ব্যাপকতা রোধ করতে লিংক রোডে অাগের চেয়ে বেশি শ্রম দিয়ে জনসমাগম টেকাতে কাজ করছি।।