রিদওয়ানুল করিম ঃ
কক্সবাজার জেলা যুবলীগ এবং কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে এবং সাধারণ মানষকে সচেতনতামূলক সরকারি নির্দেশনা এবং হাত ধোয়ার সাবান বিতরণ করেন যুবলীগ নেতা জুয়েল সিকদার । কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের আওতাধীন মুক্তারকুল বাংলাবাজারে ঝুবলীগ নেতা জুয়েল সিকদারের উদ্যোগে অসহায় ১০০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করেন। জুয়েল জানান, অসহায় মানুষের একটাই মিনতি তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার যে কোন নির্দেশনা পালনে প্রস্তুত কিন্তু তারা যে দিন মজুর। তারা যদি ঘর থেকে বাহির হতে না পারে তাহলে যে তাদের না খেয়ে থাকতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা যেন তাদের প্রতিবারের ন্যায় সাহায্য সহযোগিতা করেন এইটাই তাদের আবেদন।