গত কয়েকদিন ধরে দৈনিক বাকখালী,সাগরদেশ, সকালের কক্সবাজারসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে “চকরিয়ায় চিকন স্বাস্থ্য মোটাকরণ ওষূধের নামে মানুষের জীবন নিয়ে খেলা” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের সাথে বাস্তবতার কোন মিলনাই। একটি কুচক্রি মহল আমাদের আর্ন্তজাতিকভাবে স্বীকৃত ইউনানী ও হারবাল ওষুধ ব্যবসাকে ঘায়েল করতে এসব অপপ্রচারে মেতে উঠেছে। চকরিয়া পৌর সদরে ও পেকুয়া চৌমুহনী আমাদের প্রতিষ্ঠিত ইউনানী ও হারবাল প্রতিষ্ঠানে আর্ন্তজাতিক মানের স্বীকৃত ও দেশিয় স্বীকৃত ঔষুধ পাইকারী ও খুচরা বিক্রয় এবং চিকিৎসা সেবা দিয়ে আসছি। এখানে প্রশাসনের অগোচরে ব্যবসা করার প্রশ্নই আসেনা। কিন্তু সংবাদের একাংশে আমাদের বিভ্রান্তি মূলক তথ্য উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে বিক্রয়কৃত পন্য-ঔষধের কিছু আইটেম নকল করার অপচেষ্টায় ব্যর্থ হয়ে এসব মিথ্যাচার শুরু করেছে। এখানে চিকন স্বাস্থ্য মোটা করণ ওষুধের যে কথা বলা হয়েছে তা সঠিক নয়। আমরা সরকারি অনুমোদনপ্রাপ্ত ও স্বীকৃত পন্যই বাজারজাত করে থাকি। আমাদের হারবাল ও ইউনানী ঔষধ সামগ্রী বিক্রয় ও বিপননে কোন মধ্যস্বত্ত্বভোগী নাই। তাই সেবাপ্রার্থী রোগিদের মাঝে সাশ্রয়ী মূল্যে ঔষধ সামগ্রী বিক্রয় করতে পারি। এছাড়াও মুসলিম ইউনানী কোম্পানীর পন্য মাক্সজেট, হাব্বে নিশাত, নিউ ফাক্স, ম্যাক্সভিন, ম্যাক্সজিন, ‘মা আরদে খুরমা’ এবং হাইম্যাক্স ইউনানী ফার্মাসিটিক্যাল কোম্পানীর ‘কেলেশ’, মুকাব্বিকাশ, জিন শিং প্লাস, জাওয়ারিশ কুমনী, দিদার ফার্মাসিটিক্যাল কোম্পানীর ‘শুক্রসনজবনী’, লতি বিলাশ,কালোজাম, বডিপ্লাস সহ বিভিন্ন বাজারজাতকৃত পন্য নিয়ে যা বলা হয়েছে তা সঠিক নয়। মূলত: উল্লেখিত তথ্য সরবরাহকারী একজন চিহ্নিত প্রতারক, সে বিভিন্ন কোম্পানীর ঔষধ ও পন্য জালিয়তি করে বিভিন্ন হাট-বাজারে গিয়ে কম দামের ঔষধ বেশি দামে বিক্রি করে আসছে। তাকে এসব কাজ ও অপকর্ম থেকে বিরত থাকলে সমিতির পক্ষ থেকে বাধা নিষেধ করায় প্রিয় সাংবাদিক বন্ধুদের নিয়ে এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে। এমনকি সম্প্রতি আমাদেরসহ সমিতির কয়েক জন সদস্যের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মিথ্যা অভিযোগও করেছে। তাই উক্ত ও বানোয়াট সংবাদে প্রশাসনসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি এবং সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী- শ্রীদুর্গা ওষুধালয়- সোসাইটি চকরিয়া পৌরসভা, মর্ডান হারবাল- চকরিয়া থানা রাস্তার মাথা ও মর্ডান হারবাল-পেকুয়া চৌমুহনী। ##