চকরিয়া অফিস:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের আওতাধীন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা সংলগ্ন জনৈক হাজী নুরুল কবিরের নেতৃত্বে দেড় একর মত বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে তুলা ৫টি বসত ঘর উচ্ছেদ করেছে বনবিভাগ। গত ৬ মার্চ (শুক্রবার) সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদের বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকেরিয়া জানান, হাজী নুরুল কবিরের নেতৃত্বে পাহাড়ে গত রাতে অবৈধভাবে ৫টি বসত ঘর নির্মাণ করে। গোপনে খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় অবৈধ ৫টি বাড়ী উচ্ছেদ করে দিয়ে দেড় একর মত বনভূমি দখলমুক্ত করা হয়।