চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার লতামাঝির পাড়া এলাকার ইসহাক মিয়ার ছেলে শামসুল ইসলাম (৫০) ও একই উপজেলার সদর পাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে মোঃ ওসমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী একটি মোটরসাইকেলকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ব্যাক্তি মারা যায়। পরে পুলিশ এসে নিহতদের লাশ দুটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ আনিসুর রহমান বলেন, দূর্ঘটনার স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে