চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার বদরখালীতে বৈদ্যুতিক শখ-সার্কিটের আগুনে দুটি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। ৩ মার্চ বিকাল ৩টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর আমিরখালী পাড়ার নাদের হোছাইনের পুত্র রমিজ উদ্দিন ও আব্দুল করিমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
বৈদ্যুতিক শখ-সার্কিট এ পুড়ে যাওয়া বাড়ী মালিক ও স্থানীয় সূত্রে জানায়, তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ী থেকে কোন প্রকার মালামাল বের করতে পারেনি। বাড়ীতে রক্ষিত ৩টি ব্যংক চেক বই, ২টি ইউনিয়ন ব্যাংকের চেক বই, ৫টি ভোটার আইডি কার্ড, ১টি ডাচ্ বাংলা ব্যাংকের এ টি এম কার্ড, বিভিন্ন জায়গা জমির মূল দলিল, ব্যবসায়িক মূল কাগজপত্র, রামপুর মৌজার ১৪৫নং প্লট এর জায়গার মূল কাগজপত্র পুড়ে গেছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। তিনি পরির্দশন শেষে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প থেকে দুটি নতুন ঘর নির্মাণ করে দেয়ার জন্য নির্দেশনা দেন।