চকরিয়া অফিস:
চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থীদের উত্যক্তের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে স্কুলের ছাত্র চলমান এসএসসি পরীক্ষার্থী রফিকুল ইসলাম কাজল (১৬) এর উপর অতর্কিত হামলা চালিয়েছে বখাটে মোঃ হাসান। সে চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজী পাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের পুত্র ও আহত ছাত্র মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ৪নং ওয়ার্ডের উত্তরকুল গ্রামের নুরুচ্ছফার পুত্র বলে জানাগেছে। ২৬ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে ক্যামব্রিয়ান স্কুলের সামনে ঘটেছে এ ঘটনা।
বখাটে মোঃ হাসানের নেতৃত্বে হামলায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী ছাত্র কাজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, বখাটে হাসান স্থানীয় প্রতিবেশী এলাকার হওয়ায় স্কুলে ছাত্রীরা যাওয়া আসার সময় বেশকিছুদিন করে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ দুপুরে স্কুল ছুটির পর ছাত্রীদের উত্যক্তের সময় প্রতিবাদ করে স্কুল ছাত্র কাজল প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বিকেল ৫টার দিকে বখাটে হাসান একা পেয়ে মোটর সাইকেল নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। ছাত্র কাজল ৩য় শ্রেণি হতে হোস্টেলে থেকে অধ্যায়ন করে বর্তমানে অত্র বিদ্যালয় থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বখাটে হাসান বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। তার হাতে একটি অবৈধ অস্ত্রও রয়েছে। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উল্লেখিত বখাটে হাসানের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযুক্ত বখাটেকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।##