চকরিয়া অফিস:
চকরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্ভোধন করা হয়েছে। ১৯ ফেব্রæয়ারী সকাল ১১টায় তা উদ্বোধন করেন চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তসলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু ছাদেক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। উদ্বোধনী অনুষ্ঠানে সততা স্টোর এর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সৌজন্যে উপহার দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ছাদেক ও আল রহমত আবাসিক হোটেলের পরিচালক মো: সাহাব উদ্দিন প্রমূখ। একইভাবে সততা স্টোরের পরবর্তী পর্বের শিক্ষা উপকরণ সৌজন্যে দেওয়ার ঘোষণা দেন কাউন্সিলর মুজিবুল হক। প্রধান শিক্ষক তসলিম উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীদেরকে সততা, আদর্শ, নীতিনৈতিক ও শৃংখলা শেখাতেই বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। বিক্রেতা বিহীন উক্ত সততা স্টোর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের উপকরণ নিয়ে নিজ উদ্যোগে পন্যের মূল্য তালিকা অনুযায়ী বাক্সে টাকা ঢুকিয়ে দেবেন। ফলে ছোট বেলা থেকেই সততা শিক্ষা পাবেন শিক্ষার্থীরা। এদিকে সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ। ##