চকরিয়া অফিস:
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল দুই যুবক। কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেফতার হন তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার পিস ইয়াবা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
গ্রেফতার দুইজন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুবিনপাড়া এলাকার আবু মুছার ছেলে ও চকরিয়ার বিএমচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমিন (২৩) ও একই এলাকার মীর আহমদের ছেলে খোরশেদ আলম (১৯)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে ঢুকছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের পেছনে বক্সে ভরে এসব ইয়াবা নিয়ে আসছিল তারা।