চকরিয়া অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা শাখার আওতাধীন কোনাখালী ইউনিয়ন ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ১৯ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আসিফ নেওয়াজ ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন ভূট্টো কর্তৃক ৫ ফেব্রুয়ারী’২০ইং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্মোক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন; আহ্বায়ক মনির হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোছাইন, সদস্য সচিব রাসেল রানা, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আমির হোছাইন, আশরাফুল ইসলাম রাজু, মোহাম্মদ রোকন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, টিপু সোলতান, মোহাম্মদ মানিক, সালাহউদ্দিন, আব্দুল্লাহ, সাহাদাত হোছাইন, সদস্য যথাক্রমে নুরশেদ আলম নাবিল, আনিসুর রহমান, মোহাম্মদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, হাসান মোরাদ রিকু, আব্দুল হামিদ, তানবিন মোঃ তুষার। উক্ত কমিটি আগামী ২ মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন আয়োজন করা জন্য নির্দেশ দেওয়া গেল।