চকরিয়া অফিস:
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। শুভেচ্ছাকালে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমাজসেবক আহমদ রেজা, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রিয়াদ উদ্দিন রিয়াদ, সহসভাপতি হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুর রশিদসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় পৌর মেয়রও নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য গরীব দরদী নেতা আলহাজ্ব জাফর আলম এমএ’র হাতকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। পাশাপাশি এলাকার অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে সংগঠনকে জনমূখী সংগঠনে রূপান্তরিত করার পরামর্শ দেন। এদিকে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো: ওয়ালিদ মিলটনের জন্মদিন উপলক্ষে মাননীয় সাংসদ, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কেক কেটে বিশেষ দিবসটি পালন করা হয়। ##