চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মন্ডল পাড়া এলাকায় সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন আবুল হোসেন (৭০) নামে এক বয়োবৃদ্ধ মুরব্বী। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ হাকিম মিয়ার পুত্র। ১৭ জানুয়ারি দুপুর সাড়ে ১১টার দিকে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানা গেছে, এই এলাকার মরহুম নাগু মিয়ার পুত্র জিয়াউল হক, এহেসান ও ইলিয়াস এবং জিয়াউল হকের পুত্র আব্দুল মজিদ বদিসহ ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে জমি পরিমাপকালে অতর্কিত এ হামলা চালানো হয়েছে। স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারের নির্দেশে উভয় পক্ষকে নিয়ে জমি পরিমাপের সিদ্ধান্ত নেয়া হলে ১৭ জানুয়ারি দুপুরে জমি পরিমাপের জন্য উপস্থিত হয়। এসময় চেয়ারম্যান উপস্থিত হওয়ার পূর্বেই মায়ের জমির অংশিদার চাওয়া বয়োবৃদ্ধ আবুল হোসেন (৭০) এর উপর হামলা চালানো হয়েছে। তাঁর চোখে ও মাথায় আঘাত রয়েছে।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার জানান, হামলার খবর পেয়ে তিনি তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছেন। তিনি বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদে বিচারাধীন রয়েছে। পরিষদের বিচার অমান্য করে হামলা চালানো অত্যন্ত দুঃখজনক। ##