চকরিয়া অফিস:
মুক্তিযোদ্ধা যুব কমান্ড চকরিয়া উপজেলার কার্যকরি কমিটি গঠনকল্পে এক সভা লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ১৫জানুয়ারী বুধবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। সাবেক চকরিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির উদ্দিন বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ যুব কমান্ড কক্সবাজার জেলা সভাপতি সাবেক ছাত্রনেতা মোজাফ্ফর হোসেন পল্টু, বিশেষ অতিথি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবছার উদ্দিন মাহমুদ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিম সেলিম, সাবেক ছাত্রনেতা মুবিনুল হক, হাবিবুর রহমান চৌধুরী বেদার, মনজুর আলম, কোরবান আলী প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা আমির উদ্দিন বুলবুলকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম সেলিমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট চকরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা যুব কমান্ড কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সভায় আগামী ২২ জানুয়ারি চকরিয়া ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।##