চকরিয়া অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ৩১ ডিসেম্বর’১৯ইং প্রকাশিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহদ্দারকাটা আল ঈমান মহিলা দাখিল মাদ্রাসা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৭১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ পাস করেছে। একইভাবে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩জন এ প্লাসসহ শতভাগ পাস করেছে। এ কৃতিত্বের জন্য মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পাঠান এবং শিক্ষকদের আন্তরিকতার কারণে এ সাফল্য অর্জন হয়েছে বলে জানান।