চকরিয়া অফিস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা কর্তৃক ৩১ ডিসেম্বর ২০১৯ ইংরেজি প্রকাশিত ফলাফলে প্রামমিক শিক্ষা সমাপনী (পিআইস) পরীক্ষায় শতভাগ সাফল্যসহ এপ্লাস প্রাপ্তিতে সরকারি প্রাথমিকে উপজেলা পর্যায়ে শীর্ষ অবস্থানে রয়েছে চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তসলিম উদ্দিন জানিয়েছেন, প্রামমিক শিক্ষা সমাপনী (পিআইস) পরীক্ষায় চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তন্মধ্যে ২২জন এপ্লাসসহ শতভাগ পাশ করে। ফলে সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলার শীর্ষ অবস্থানে রয়েছেন। এজন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: আবু ছাদেক ও প্রধান শিক্ষক মো: তসলিম উদ্দিন সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন