চকরিয়া অফিস
চকরিয়া উপজেলার প্রতিবন্ধীদের মাঝে রোববার (২৯ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান অতিথি হিসেবে নিবন্ধিত সংখ্যক শীতার্ত প্রতিবন্ধীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা সার্ভের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।